একটি হৃদয়বিদারক সত্য গল্প থাইরয়েড ক্যানসার | A Heartbreaking True Story of Thyroid Cancer

ছবি
সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, মাত্রই আমরা জুম্মার নামাজ শেষ করলাম। এখন আমি যাচ্ছি আমার দাদির কবর যিয়ারত করতে। আমার সাথে আমার আব্বু আছে। আমার আব্বু প্রায় শুক্রবারেই দাদির কবর যিয়ারত করেন, আমিও সাথে থাকি। তো আজ আমি শুনাবো আমার দাদীর মৃত্যুর গল্প।  আমার দাদীর মৃত্যুর পুর্বে কি হয়েছিলোঃ আমার দাদির মৃত্যুর পুর্বে  থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় আমার আব্বুর খুব খারাপ সময় চলতেছিলো। আমি তখন অনেকটাই ছোট, কিছু সৃতি আমার মনে আছে আবার কিছু কিছু কথা আমার মা বাবার কাছে থেকে শুনেছি। আমার আব্বু সেই সময় ঢাকায় একটা ছোট চাকরি নিয়েছিলেন। অনেকদিন বাসায় আসেন নি। বড়ির কারো সাথে তিনি যোগাযোগ ও করতেন না। আমি ও আমার মা তখন নানার বাড়িতে ছিলাম। অনেকদিন পর তিনি একদিন ফেসবুক একাউন্ট লগইন করেন এবং একটি ম্যাসেজ দেখতে পান। সেখান থেকে আব্বু জানতে পারেন যে তার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। খবরটা শোনার পর তিনি ছুটে চলে আসেন মায়ের কাছে।  কতদিন চিকিৎসা হয়েছেন তিনিঃ  প্রায় ৪ মাস আব্বু দাদিকে নিয়ে ঢাকা হাসপাতালে থাকেন। এসময় তার ঢাকার চাকরিটা চলে যায়। তিনি চাকরি ছারলেও মাকে ছ...

বাবার সাথে যমুনা নদী দেখে এলাম | ঈদুল আযহা স্পেশাল | Babar sathe jamuna nodi dekhe elam


আজ ঈদুল আযহা। অনেকদিন পর বাবার সাথে যমুনা নদীতে বেড়াতে গিয়েছিলাম। বাবার সাথে কোথাও বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আমার তো যমুনা নদীর অপরুপ দৃশ্য দেখে মন প্রাণ ভরে গেছে। ঈদ উপলক্ষে নদীতে অনেক লোকের সমাগম হয়েছিলো। আর এই সুযোগে নানা রকম খেলনা আর মুখরোচক খাবার নিয়ে অনেকগুলো দোকান ও বসেছিলো। আমরা অনেক ঘোরাঘুরি করলাম। ঝাল মুরি খেলাম অনেক মজা করলাম।

প্রিয় দর্শক, আপনারাও যমুনা নদী ও তার দু পাশের জেগে ওঠা চর দেখতে যেতে পারেন। আশা করছি আপনাদের ও অনেক ভালো লাগবে। ভিডিও টি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে নটিফিকেশন বেল টি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য । Enjoy and stay connected with us !! 👉Like Our Page: www.facebook.com/vloggerabutalha 👉Join Our Group: www.facebook.com/groups/vlogwithtalha
👉YouTube: https://youtu.be/I8Zpzyczs9I

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেঘাই ঘাট সিরাজগঞ্জ জেলার এক প্রাকৃতিক সৌন্দর্যের নাম - Meghai Ghat is the name of a natural beauty of Sirajganj district

আমার নানীর বাড়ির পাশে পুরাতন ঐতিহ্য চিকাশি মরছা | Old tradition Chikashi Morcha | Vlog With Talha