একটি হৃদয়বিদারক সত্য গল্প থাইরয়েড ক্যানসার | A Heartbreaking True Story of Thyroid Cancer

ছবি
সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, মাত্রই আমরা জুম্মার নামাজ শেষ করলাম। এখন আমি যাচ্ছি আমার দাদির কবর যিয়ারত করতে। আমার সাথে আমার আব্বু আছে। আমার আব্বু প্রায় শুক্রবারেই দাদির কবর যিয়ারত করেন, আমিও সাথে থাকি। তো আজ আমি শুনাবো আমার দাদীর মৃত্যুর গল্প।  আমার দাদীর মৃত্যুর পুর্বে কি হয়েছিলোঃ আমার দাদির মৃত্যুর পুর্বে  থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় আমার আব্বুর খুব খারাপ সময় চলতেছিলো। আমি তখন অনেকটাই ছোট, কিছু সৃতি আমার মনে আছে আবার কিছু কিছু কথা আমার মা বাবার কাছে থেকে শুনেছি। আমার আব্বু সেই সময় ঢাকায় একটা ছোট চাকরি নিয়েছিলেন। অনেকদিন বাসায় আসেন নি। বড়ির কারো সাথে তিনি যোগাযোগ ও করতেন না। আমি ও আমার মা তখন নানার বাড়িতে ছিলাম। অনেকদিন পর তিনি একদিন ফেসবুক একাউন্ট লগইন করেন এবং একটি ম্যাসেজ দেখতে পান। সেখান থেকে আব্বু জানতে পারেন যে তার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। খবরটা শোনার পর তিনি ছুটে চলে আসেন মায়ের কাছে।  কতদিন চিকিৎসা হয়েছেন তিনিঃ  প্রায় ৪ মাস আব্বু দাদিকে নিয়ে ঢাকা হাসপাতালে থাকেন। এসময় তার ঢাকার চাকরিটা চলে যায়। তিনি চাকরি ছারলেও মাকে ছ...

আমার নানীর বাড়ির পাশে পুরাতন ঐতিহ্য চিকাশি মরছা | Old tradition Chikashi Morcha | Vlog With Talha

আমার নানীর বাড়ির পাশে পুরাতন ঐতিহ্য চিকাশি মরছা


সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বেড়াতে এসেছিলাম আমার নানীর বাড়ি। আমার নানীর বাড়ির পাশেই আছে অনেক বছর আগের একটা জলাশয় আছে। আজ আমি কথা বলবো ঐতিহ্যবাহী চিকাশি মরছা নিয়ে। কিভাবে মরছা'র উৎপত্তি হয় ও তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে।

চিকাশি মরছা'র উৎপত্তিঃ

ভিউয়ার্স, স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে আমি জানতে পারি এই মরছা টি অনেক বছর পুর্বে একসময় মানাষ নদীর সাথে যুক্ত ছিলো। সময়ের ব্যাবধানে এই মরছা টি মানাষ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পরে তখন এর স্থানীয় নাম হয় যমুনা। আরো বেশ কিছু্ সময়ের ব্যাবধানে কালের পরিবর্তনে এর নাম হয়ে ওঠে মরছা। এই মরছা টি বগুরা জেলার ধুনট থানার চিকাশি ইউনিয়নের অন্তরভুক্ত। এই ইউনিয়নের মোট আয়তন ১২ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ছিলো ২৩,৭৫০ জন। এই ইউনিয়ন ১৭টি গ্রাম ও ৭টি মৌজা নিয়ে গঠিত।একসময় এই জলাশয়ে প্রাকিতিক ভাবেই মাছ তৈরি হতো তখন স্থানিয় বাসিন্দারা ও মরছা'র আশে পাশের গ্রামের লোকেরা এই জলাশয়ের মাছ মেরে খেতো। তখন এই মরছা'য় দেশীয় যাতের অনেক ধরনের মাছ পাওয়া যেতো। সেগুলো মাছের স্বাদ ও ছিলো বলার মতো।

মরছা টির বর্তমান অবস্থাঃ

বর্তমানে এই মরছা টি ধুনটে জলমহল ব্যবস্থাপনা কমিটির থেকে লিজ নিয়ে মাছ চাষ করা হয়। যার কারনে স্বাধারন মানুষ আর এখানে মাছ মারতে পারেনা। এখন এই মরছা'য় নানা রকম দেশিও মাছ চাস করা হয় যেমন রুই,কাতল, পাঙ্গাস সহ নানা রকম মাছ। তবে বর্তমানে এই মরছা'র মাছগুলো স্থানীয় বাজারে এই জলাশয়ের মাছের যথেস্ট কদর আছে।

মরছা টির দুইপাশে ভুমির অবস্থাঃ

চিকাশি মরছা টির দুই পাশে আছে উর্বর ভুমি যেখানে ধান পাট সহ নানারকম ফসল ফলান গ্রামের কৃষকেরা। একসময় গ্রামের কৃষকেরা বৃষ্টির পানি ধরে ও মরছা থেকে পানি উত্তলন করে ফসল ফলাতো কিন্তু প্রযুক্তির উন্নয়নে এখন আর এতো কস্ট করতে হয় না। এখন মানুষ শ্যলো মেশিনের সাহায্যে জমি ভিজিয়ে সেখানে ধান পাট ও নানারকম সবজি চাষ করার কাজ করছে।

মরছা টির ভিডিও দেখতে চাইলে দেখে নিতে পারেন। আর আমার জন্মদিনের ছোট গল্প টি পড়তে চাইলে এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেঘাই ঘাট সিরাজগঞ্জ জেলার এক প্রাকৃতিক সৌন্দর্যের নাম - Meghai Ghat is the name of a natural beauty of Sirajganj district

খেরুয়া মসজিদ | শেরপুর বগুড়া | kherua masjid sherpur bogra | Vlog With Talha